শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০১৬

রাতারাতি অনেক টাকা তৈরির পথ , ষ্টকলট গার্মেন্টস - দেশে/ বিদেশে



আজ আমি এমন একটা পথ দেখাবো, যে পথে, স্বাধীন ভাবে খুব সহজে স্বল্প সময়ে, নিজের স্বচ্ছলতা আর অর্থনৈতিক শক্ত ভিত্তি দাড় করাতে পারবেন যে কোনো তরূন।

অনেকেই প্রথম দু, এক বছরে ব্যক্তিগত গাড়ি কিনবার সামর্থ্য লাভ করেছেন এই মাধ্যমে কাজ করে।


পরিপ্রেক্ষিত
ষ্টকলট
ষ্টকলট , গার্মেন্টস সেক্টরে খুবই লাভজনক একটি ব্যবসা।
গার্মেন্টস এর জন্য ষ্টক লট একটি দূর্ভাগ্যজনক ব্যপার।
কারন-
শিপমেন্ট বাতিল হলে বা কোনো কারনে কিছু মাল থেকে গেলে 
গার্মেন্টস এর ভাষায় - একে ষ্টকলট বলে।

মাসে ২০ থেকে ৫০ হাজার টাকা কামাতে হলে আপনাকে কি করতে হবে ?

যদি ই মেইল , এস এম এস করবার অভ্যাস থাকে,
স্মৃতিশক্তি থাকে প্রখর-
তাহলে- এই সেক্টর নিয়ে আপনিও কাজ করতে পারেন।


আপনি যদি দেশে থাকেন-

আপনার আশে পাশে গার্মেন্টস ফ্যাক্টরিগুলোতে ষ্টকলটের কি
মাল আছে , তার বর্ননা নিয়ে ছবি সহ ই মেইল করুন।

ব্যস, বায়ার দের কাছে ষ্টকলটের মাল খুবই চাহিদা সম্পন্ন।

আপনি সংবাদ প্রদান করে পেতে পারেন .৫০ পয়সা করে কমিশন, যখন এটি বিক্রয় হবে।

বায়ার তৈরি করার দায়িত্ব আমাদের ।ই মেইল করবার দায়িত্ব আপনার।

ধরা যাক , আপনার নিকটবর্তী একটি গার্মেন্টস এ ৫০ ০০০ টি শার্ট আছে।

আপনি একটি ই মেইল করলেন, বায়ার দিলাম আমি , বা আমরা কিনে নিলাম।
আপনি ৫০,০০০ মালে .৫০ পয়সা করে পাবেন ২৫০০০ টাকা।
বোঝা গেলো ?

ইচ্ছা এবং কিছুটা শ্রম , আপনাকে এনে দিতে পারে সাফল্য।

আগামি কাল সকাল থেকে ই লেগে পড়তে পারেন, এই ডাটা সারভিসে।

ডাটা দেবেন । পয়সা কামাবেন।

যে কোনো পেশায় থেকে , আপনি এই বিজনেসের বেনিফিট ঘরে তুলতে পারেন।


ই মেইল করবার নিয়মাবলী।

ছবি এবং তথ্য দিতে হবে।

ছবি দেয়ার ক্ষেত্রে খেয়াল রাখবেন যেনো ছবিটি পরিষ্কার হয়, এজন্য মোবাইলের ভালো ক্যামেরা থাকলে , যথেষ্ট ।

ছবি তোলার ক্ষেত্রে 
১. প্রোডাক্টের কালার ওয়াইজ, সামনের , পেছনের ছবি।
২. প্রোডাক্টের লগো যেনো ক্লিয়ারলি বোঝা যায়, এরকম ছবি।
৩. কলার আর কাফ, বাটন আর ষ্টাইলের বিগ ক্লোজ আলাদা আলাদা ছবি।
৪. প্রোডাক্টগুলো কি অবস্থায় রাখা আছে, তার ছবি।
৫. প্যাকিং লিষ্টের ছবি বা স্ক্যান কপি।
৬. কয়েক ধরনের কালার থাকলে, সব কালারের প্রোডাক্ট এক সাথে সাজিয়ে কয়েক রকম ছবি।


সাধারনত- কি কি প্রোডাক্ট চলে ?
চলে না এমন কোনো প্রোডাক্ট নেই। 
দামে মিলতে হয় 
আর
কোয়ালিটি।


কি কি তথ্য দিতে হবে ছবির সঙ্গে ?
একটি নমুনা।


১. প্রোডাক্টের নাম- প্রিন্টেড টি শার্ট ফরে মেন।
২. কালার- ৪ টি। শাদা, কালো, লাল, নীল।
৩. সাইজ- ৪ টি স্মল থেকে লার্জ।
৪. জি এস এম ( কাপড়ের ঘনত্ব) ১৬০ জি এস এম
৫. লেভেল- টম টেইলর/ জেক এন্ড জোন্স/ পুমা/এভার লাষ্ট.. ইত্যাদি।
৬. ষ্ট্যাটাস- ১/১ পলি, কার্টুন করা মাল না কি লুজ ফ্রেশ।
৭. ১০০ শত ভাগ এক্সপোর্ট ইপযোগী মাল কি না ?
৮. আর এন নাম্বার যদি থাকে- নাম্বার।
৯. অরজিনাল ষ্টক কি না ? হ্য/ না।
১০. মূল্য-..............
১১. মেজারমেন্ট- ( কোন দেশের মাপে তৈরি? ) ইউরোপিয়ান মেজারমেন্ট/ এমেরিকান মেজারমেন্ট/এশিয়ান মেজারমেন্ট।
( উল্লেখ্য , কোরিয়ান মেজারমেন্ট এর বায়ার পাওয়া মুশকিল।)
১২. প্রিন্টের ষ্টাইল কয়টা ?
১৩. লোকেশন- গাজীপুর/ নারায়নগঞ্জ/ সাভার/ চিটাগাং/ নরসিংদী/ কুমিল্লা/ ইত্যাদি।
১৪. প্রতিটি ই মেইলের সঙ্গে আপনার নাম ও ইমেইল নাম্বার এবং কোন এলাকায় আপনি অবস্থান করছেন - তার নাম।
১৫. সোয়েটার হলে কত গেজ ?
১৬. প্যান্ট হলে কোমড় আর লম্বা , পাশ কতো ?
১৭. শার্ট , টি শার্ট আর সব পোশাকের ক্ষেত্রেও লম্বা আর প্রশস্ততার মাপ জানালে ভালো।
১৮. ফেব্রিক কোয়ালিটি/ যেমন- ১০০ কটন/ নাইলন/ পলিষ্টার / জার্সি / না কি মিক্সড ?


কাজের শুরুর দিকে , এতো সব ইনফরমেশন নিতে মনে থাকবে না। তাই , একটি চার্ট করে নিলে , ঘর পূরন করে নিয়ে এসে , ছবির সঙ্গে তথ্য দিয়ে ই মেইল করুন।

কোথায় ই মেইল করবেন ?

worldtvinformation@yahoo.com

একটি ই মেইল আর একটি এস এম এস
০১৭১৬ ০৮৯ ০৮৯.

প্রোডাক্টের সন্ধান পাবার জন্য , আপনার নিকটবর্তী গার্মেন্টস এর পি এম, জিএম দের সাথে যোগাযোগ করুন।

অথবা, মালামালের খবর অনুসন্ধানের জন্য , গার্মেন্টেস এ কর্মরত পরিচিত জনদের সহযোগীতা নিন।


যারা বিদেশে থাকেন

শর্ট কোয়ান্টিটি প্রোডাক্ট , আপনি নিজে নিয়ে বিক্রয় করতে পারেন আপনার আশেপাশের সুপার শপ গুলোতে।

আপনার অবস্থানরত দেশে কি প্রোডাক্টের সব চেয়ে বেশী কদর এবং সুপার শপ গুলো আপনাকে কত প্রাইস দেবে , ঠিক ঠাক করে নিয়ে ১০০০ থেকে ৩০০০ পিস দিয়ে শুর করতে পারেন আপনার ষ্টকলট ব্যবসার জীবন।

সাধারনত সুপার শপে সরাসরি দিতে পারলে আপনি ২০০ পারসেন্ট লাভ করতে পারেন।
তার মানে , ২ লক্ষ টাকার প্রোডাক্ট আপনার সুপার শপে বিপনন করে ২৫ দিনে ৩ গুন।

ভেবে দেখুন।

যে কোনো কাজ করবার ফাঁকে ফাঁকে সম্ভব।

আপনাকে যা করতে হবে-

কি প্রোডাক্ট বেশী চলে - তার নাম জানতে হবে।
কি ধরনের সাইজ চলে , তা জানতে হবে।
কয়টা কালার দরকার >?
জি এস এম, সাইজ, মেজারমেন্ট, 
অর্থাৎ সুপার শপের বা শপিং সেন্টারের রিকোয়ারমেন্ট।
২/৩ লক্ষ টাকায় সহজেই আপনি ব্যবসা শুরু করতে পারেন।

আপনার নিজের লাইসেন্স নাই , কিভাবে প্রোডাক্ট আপনার ওখানে নিয়ে যাবেন ?
খূব সহজ।
২% কমিশন দিয়ে পরিচিত কারো এক্সপোর্ট / ইমপোর্ট লাইসেন্স ব্যবহার করুন।

ব্যবসা জমে উঠলে , নিজের জন্য একটি অনুরূপ লাইসেন্স করে নিন।'

কোথায় ই মেইল করবেন ?

worldtvinformation@yahoo.com

একটি ই মেইল আর একটি এস এম এস
০১৭১৬ ০৮৯ ০৮৯.


http://www.worldschoice.webs.com


কি কি ধরনের প্রোডাক্ট পাওয়া যেতে পারে
১. সলিড টি শার্ট
২.প্রিন্টেড টি শার্ট 
৩. টাইস
৪. টেনটপ
৫.ডেনিম বা অন্যান্য প্যান্ট
৬.শর্ট কার্গো প্যান্ট
৭. লেডিস টি শার্ট / ফেন্সি আইটেম।
৮. আন্ডার ওয়ার
৯. ব্রা/ পেন্টি।
১০. পলো শার্ট/ ইউ এস পলো।
১১. শর্ট প্যান্ট।
১২ নাইটি।
১৩. রেইন কোর্ট
১৪. সুইমিং ড্রেস।
১৫. বয়েজ/ গার্লস আইটেম।
১৬. সোয়েটার


আপনার মার্কেটের ডিমান্ড বুঝে , প্রোডাক্ট কিনতে পারলে 
সুনিশ্চিত ভাবে দ্রুত অনেক টাকা বানাতে পারবেন রাতারাতি।


ভালো থাকবেন সকলেই।
আপনাদের অর্থনৈতিক সমৃদ্ধি কামনায়

আবদুল্লাহ-আল-মাসুম
ব্যবস্থাপনা পরিচালক
ওয়ার্ল্ড টিভি লিঃ

স্মার্ট বিজনেস প্ল্যান

স্মার্ট বিজনেস প্ল্যান

পড়ালেখা শেষ করে সবাই ভাল চাকরির আশা করে। শুধু আপনার না আপনার পরিবারেরও সবার। কিন্তু যদি পড়ালেখা শেষ করে হাজার চেস্টা করেও চাকরি নামক সোনার হরিণটি না পেয়ে থাকেন তাহলে কি করা যায়। অনেক চেষ্টা করেও যারা এখন একটা চাকরি যোগাড় করতে পারে নি তাদের জন্য এই স্মার্ট বিজনেস প্ল্যান। এই বিজনেস করতে হবে এমন কথা না, এটি একটি প্ল্যান মাত্র। এরকম অন্য কিছু দিয়ে  বিজনেস প্ল্যান বানিয়ে নেয়া যায়। বিজনেস প্ল্যানটির সম্ভব্য সার্ভিস বা প্রোডাক্ট নিন্মক্ত হতে পারেঃ
নিজের মত করে কিছু কম/বেশি করা যায়।

এই বিজনেস করতে কি কি যোগ্যতা দরকার? যন্ত্রপাতি ও মালামাল কি কি লাগবে? সবগুলো নিয়ে কিছু কিছু ধারনা নিন্মক্ত দেয়া হলঃ
শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে এস এস সি বা তার বেশি হলে ভাল।
প্রয়োজনীয় প্রশিক্ষণঃ
*কম্পিউটার অফিস প্রোগ্রাম (ওয়ার্ড, এক্সেল, ইন্টারনেট, ইমেইল)
*ফটোশপ, ইলাস্ট্রেটর (গ্রাফিক্স ডিজাইন), ভিডিও এডিটিং (এক্সট্রা)
*হিট প্রেস মেশিন চালনা (সিরামিক মগ প্রিন্ট এর জন্য, একদিন হলেই যথেষ্ট)
*প্রিন্টার অপারেটিং সহ কিছু হার্ডওয়্যার ধারনা
*ওয়েব ডিজাইন (HTML, CSS, WordPress)
প্রয়োজনীয় যন্ত্রপাতি ও মালামালঃ
1. কম্পিউটার -৪ টি
2. প্রিন্টার – ৩ টি (লেজার-১টি, ফটোপ্রিন্ট-১টি, মগ প্রিন্ট(Epson Stylus Photo R230) এর জন্য ১টি)
3. স্ক্যানার- ১ টি
4. হিট প্রেস মেশিন -১ টি (সিরামিক মগ প্রিন্ট এর জন্য)
5. সাব্লিমেশন পেপার ও কালি (সিরামিক মগ প্রিন্ট এর জন্য)
6. সিরামিক মগ (সাব্লিমেশন মগ, সাধারন মগ প্রিন্ট করা যায়না)
7. লেমনেটিং মেশিন – ১ টি
8. ফার্নিচার প্রয়জনমত
9. মোবাইল – ৩/৪ টি
10. বিকাশ, DBBL এজেন্ট ও পারসোনাল আকউন্ট
11. দোকান পজিশন
12. অফিস ও ষ্টেশনারী আইটেম
13. গিফট আইটেম
14. ইন্টারনেট কানেকশন অথবা মডেম
15. ১/২ জন সহকারি বা পার্টনার

উপরের জিনিসগুলোর দাম  জানাই থাকার কথা। কিন্তু হয়ত হিট প্রেস মেশিন সম্পর্কে হয়ত কোন ধারনা নেই, তাই কিছু ধারনা- হিট প্রেস মেশিন দুই ধরনের পাওয়া যায় একটি শুধু মগ প্রিন্ট করার জন্য অন্যটি কমবো। কমবো মেশিন দিয়ে মগ ছাড়াও টি-শার্ট, টাইলস, ক্যাপ প্রিন্ট করা যায়। শুধু মগ প্রিন্ট করার জন্য মেশিনটি ১৩০০০-১৫০০০ টাকার মত দাম, কমবো মেশিনটির দাম ৩৭০০০-৪৩০০০ হাজার টাকার মধ্যে পাওয়া যায়। কোয়ালিটি ভেদে দাম কিছু পরিবর্তন হতে পারে। সাব্লিমেশন কালি ৪ কালার ড্রাম ২০০০ টাকা, সাব্লিমেশন পেপার A4 সাইজ ৩০০-৫০০ টাকা ১০০ পিস। একটি পেপার দিয়ে ৩টি মগ প্রিন্ট করা যায়। সিরামিক মগ পাইকারি ৮০-১০০ টাকায় পাবেন। সবকিছুই বিক্রয়.কম বা এখানেই.কম থেকে পাবেন। সিরামিক মগ প্রিন্ট করতে সাধারণত ২৫০-৩০০ টাকা করে নেই।একটি কমবো হিট প্রেস মেশিনের ছবি bikroy.com দেখে নিতে পারেন। ইউ টিউবে ভিডিও টিউটোরিয়াল ও দেখে নিবেন, সার্চ দিলেই পাবেন। এই মেশিনের (কমবো) দাম দেয়া ছিল ৩৮০০০ টাকা। তবে শুধু মগের জন্য ১২-১৪ হাজার টাকা দাম হবে।

এই বিজনেস করার জন্য উপযুক্ত স্থান নির্বাচন করাটাই বেশি গুরুত্বপূর্ণ। আপনার পার্টনার বা সহকারী ও অনেক গুরুত্বপূর্ণ। অফিস-আদালত, স্কুল-কলেজ আছে এরকম যায়গায় এই বিজনেস ভালই হবে। এই বিজনেস শুরু করার পর কিছু সতর্কতা অবলম্বন ও জুরুরি, বিশেষ করে কম্পিউটার ও প্রিন্টার গুলো সাবধানতার সাথে ব্যবহার, সাইবার ক্যাফে করলে অনুমোদন ও নিরাপত্তা বিষয়, অফিস আইটেম ও গিফট আইটেম নির্বাচনে দক্ষতা, আধুনিকতা।
সম্ভাব্য একটি আয়ের হিসাব নিচে দেয়া হলঃ
কম্পিউটার কম্পোজ ও প্রিন্ট (২৫ পিস/ডে) = ২৫x২০x৩০ = ১৫০০০/-
সিরামিক মগ প্রিন্ট (৩ পিস/ডে) = ৭০ x ৩ x ৩০ = ৬৩০০/-
(এখানে প্রতিদিন ৩ টি করে হিসাব ও নিট লাভ ৭০ টাকা দেখান হয়েছে, বিক্রয়- ১৮০ টাকা)
স্ক্যান, ছবি প্রিন্ট ও লেমনেটিং = (২০০ টাকা/ডে) = ২০০ x ৩০ = ৬০০০/-
বিভিন্ন ফরম পূরণ, ভর্তি , ফলাফল, ইমেইল (১০০ টাকা /ডে) = ৩০০০/-
ভিজিটিং কার্ড, আইডি কার্ড = ১০০০/-
সাইবার ক্যাফে (৮ ঘন্টা / ডে) ৮ x ২৫ x ৩০ = ৬০০০/-
মোবাইল বালান্স লোড (দিন ১০/১২ হাজার টাকা) ১০ x ৩ x ৩০ = ১০০০/-
মোবাইল ব্যাংকিং = ২০০০/-
অফিস ও গিফট আইটেম বিক্রি থেকে = ৬০০০/-
কম্পিউটার আইটেম ও সার্ভিস থেকে আয় = ৩০০০/-
ওয়েব ডিজাইন, ভিডিও এডিটিং (প্রতি মাসে ১/২ টি) = ৫০০০/-
মোট = ৫৪০০০/-
দোকান ভাড়া- ১০০০০/-, সহকারি বেতন- ১০০০০/- বিদ্যুৎ ও নেট বিল – ৬০০০/- বাদ দিলে নিট ইনকাম থাকে প্রায় = ২৮০০০ টাকা। আরও কমবেশি হতেই পারে। তবে আশা করি কম হবেনা। দোকানের পজিশন, প্রশিক্ষণ, দক্ষতা, সৃষ্টিশীলতা ও মার্কেটিং এর উপর এর আপনার সফলতা নির্ভর করবে ।


সাবলিমিশন প্রিন্ট হতে পারে নতুন এক আয়ের উৎস

সাবলিমিশন প্রিন্ট হতে পারে নতুন এক আয়ের উৎস
আজকে আপনাদের নতুন একটি বিজনেস আইডিয়া শেয়ার করছি,
যারা অলরেডি প্রিন্টিং ব্যবসায় আছেন, বা নতুন করে শুরু করতে চাচ্ছেন, অথাব গিফট আইটেমের ব্যবসা আছে তারাও এটি করতে পারেন।
আমরা বার্থডে, ম্যারেজডে, ভ্যালেন্টাইনসডে, বিয়ে সহ নানা অনুষ্ঠানে গিফট দেই কাছের মানুষদের। কিন্তু সে গিফট টি যদি গতানুগতিক ধারার না হয়ে একটু আনকমন হয় তবে সেটা যাকে দিবেন তার খুশির মাত্রাটা অনেক বেড়ে যাবে।
হা আজকে সেটা নিয়েই কথা বলব।
সে ব্যবসাটা করতে আপনার সর্বোচ্চ পুজিঁ লাগবে লাখ টাকার মত।
যা করতে পারবেন
**
মগে বা প্লেটে কাষ্টমাইজ পিকচার বা টেক্সট প্রিন্ট
**
গেঞ্জিতে মনের মত ডিজাইন সহ ছবি প্রিন্ট
**
মেরেজডেতে অর্নামেন্টে দুজনের ছবি
**
ভ্যালেন্টাইনস ডে তে মগ, কুশন, রুমাল, দুজনের একান্ত ছবি
**
ছোট্ট বাবুর বার্থডেতে সবাইতো খেলনা গাড়ি দেয় আপনি দিলেন তার ছবিওয়ালা পুতুল সেট, বা এংরিবার্ডস ডল সাথে তার ছবি
**
ফটো গ্লাস বা স্টোনে ছবি সহ সুন্দর কোন লেখা
এছাড়া আরো হাজারো মনের মত গীফট নিজেই কাষ্টমাইজড করে নিতে পারেন।
কিভাবে শুরু করবেন
এটা টোটালি Sublimation প্রিন্টিং টেকনোলজিতেই করা হয়
এর জন্য কিছু মেশিনারী একটি প্রিন্টার, কম্পিউটার বা ল্যাপটপ লাগবে
শুধু মগের জন্য মাত্র ১২০০০ +- এর একটি হিট প্রেস মেশিন
একটি কালার প্রিন্টার
কম্পিউটার
কিছু পেপার আর এক্সেসরিজ
ব্যাস এতটুকুই ,
শুধু মগের উপর করতে চাইলে কিছু ব্লাংক মগ সহ মাত্র ৫০০০০ টাকার মধ্যেই শুরু করে দিতে পারেন।
কিছু মেশিনারী আপনার চাহিদা অনুযায়ী নিতে পারেন
Description: 3D Sublimation Vacuum Box
মেশিনটি হলো থ্রি-ডি সাবলিমিশন হিট মেশিন। সাবলিমিশন জগতে এটি একেবারেই লেটেষ্ট সংস্করণ প্রশ্ন করতে পারেন কি করা যায় এটি দিয়ে। আমার পাল্টা প্রশ্ন কি করা যায়না এটি দিয়ে?
ভিডিওটি দেখেন তাহলেই বুঝবেন কি কি করা যায়
Description: Digital Mug Press
এটি হলো এনালগ মগ প্রেস মেশিন। দাম খুব বেশিনা। কিন্তু এটা দিয়েই মাসে লাখ টাকা কামানো যাবে
Description: 5-in-1 Mug Press
লটে যখন অনেক কাজ পাবেন তখন এটা ব্যবহার করতে হবে দাম খুব বেশিনা
যারা টি-শার্টে হিট প্রিন্টিং কাজ করতে চান এটি তাদের জন্য
Description: Double Heating Press
Description: Cap Press (220V/110V)
কোন শোভাযাত্র বা অনুষ্ঠানে কাষ্টমাইজড ক্যপ প্রিন্টিং এর জন্য মেশিনটি
মেশিনগুলা তো দেখলেন। সিম্পল কিছু মেশিন এখন দেখেন কি কি কাজে ব্যবহার করা যাবে?
কিসে করা যায় সেটা বলতে তো সারাদিন লিখতে হবে তার চেয়ে একটা প্রোডাক্ট স্যাম্পল ক্যাটালগ দিচিছি সেটা দেখে নেন
মোটকথা কাষ্টমাইজড যে কোন কিছুতেই সাবলিমিশন প্রিন্ট করা যায়
সিরামিক  মগ, কালার চেঞ্জ মগ
চাবির রিং, ক্যপ, টি শার্ট
মাউস, মাউস প্যাড, অর্নামেন্ট,
সহ হাজারো আইটেম
Description: http://www.trustyle.co.uk/images/D/MT530.jpg







Description: http://jotopaper.files.wordpress.com/2011/08/heart-keychain-copy.jpg
Description: http://www.dhresource.com/albu_331801429_00-1.0x0/new-sublimation-cases-for-samsung-n7100-galaxy.jpg
Description: http://www.shoprockamerica.com/showimage.axd?id=4510&w=463&h=589

Description: http://r3.cygnuspub.com/files/cygnus/image/CGN/2013/OCT/640x360/image3-sublimationproducts-cou_11188004.jpg|
Description: http://img0.etsystatic.com/003/0/7047236/il_570xN.367649524_8or4.jpg